অগ্রযাত্রায় চীনকে পাশে চায় ‘নতুন’ বাংলাদেশ: ফারুকী

0
8
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় চীনকে পাশে পাবে বলে আশা প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

আজ শুক্রবার (১০ জানুয়ারি) সকালে গুলশান সোসাইটি লেক পার্কে বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে চীন দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, বাংলাদেশের উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ সহযোগী চীন। নতুন বাংলাদেশেও তাদের পাশে চান উপদেষ্টা। তিনি যোগ করেন, নতুন গণতান্ত্রিক বাংলাদেশে অর্থনৈতিক ক্ষেত্রে ভূমিকা রাখবে চীন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, মাজার ভাঙ্গা বা এ জাতীয় সব ঘটনার বিষয়ে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।

এসময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে চীন। অনুষ্ঠানে চীনের সংস্কৃতির নানা ধরনের প্রদর্শনী করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.